কোন কাজে সফল হওয়ার উপায়
মানুষ বেচে থাকে তার লক্ষ নিয়ে। প্রতিটি মানুষই এক বা একাধিক লক্ষ নিয়ে বেচে থাকে। কারও বা ছোট আর কারও বড়। আর তখনই চলে আসে সফল নামক একটা গুন। যা শুধুমাত্র সফলতা অর্জন করেই পাওয়া যায়। সেই লক্ষকে সফল করার জন্যই আজকের পৃথিবীটা এত ব্যস্ত।
মানুষের লক্ষ এবং সফলতার মাঝে বিরাজ করে আরও প্রয়োজনীয় কিছু গুন। সেগুলো হচ্ছে ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য। আমাদের সবারই জীবনের লক্ষ থাকলেও আমরা কিন্তু এইসব গুনাবলি নিজের মাঝে রাখতে পারি না। আর ঠিক তখনই সফল নামের এই গুনটিও আমাদের লাইফ থেকে অবসর নেয়।
সুতারাং আমরা যে লক্ষকেই সামনে রেখে কাজ করি না কেনো আমাদের ঐ সকল গুনগুলো ঠিক রাখা উচিত। কোন কাজে সফল হতে চাইলে প্রচুর ইচ্ছা শক্তি থাকতে হবে। কারণ আমরা জানি ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা না থাকলে কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। দৃঢ় ইচ্ছা নিয়ে কঠোর পরিশ্রম করতে থাকুন। অার ধৈর্য হারাবেন না। কথায় আছে ধৈর্যের গাছে নিয়ামত ফলে।
কোন কাজে সফল হওয়ার উপায়
Reviewed by .
on
05:23
Rating:

No comments: